![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/acne--2111290800.jpg)
যে উপায়ে নিমিষেই দূর হবে ব্রণের দাগ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ১৪:০০
নির্দিষ্ট একটি বয়সের পর অনেকের ত্বকেই ব্রণের সমস্যা দেখা দেয়। এই সমস্যা নারী-পুরুষ উভয়েরই হয়ে থাকে। বিরক্তিকর এই ব্রণ অনেক সময় সেরে গেলেও এর দাগ সহজে পিছু ছাড়তে চায় না। যা চেহারার পুরো সৌন্দর্যকে নষ্ট করে দেয়।
তবে এই ব্রণের দাগ থেকে খুব সহজ একটি উপায়ে আপনি রক্ষা পেতে পারেন। এর জন্য ব্যবহার করুন জাদুকরী একটি ফেসপ্যাক। যা খুব সহজেই ব্রণ সহ মুখের যেকোনো ধরনের দাগ থেকে মুক্তি দেবে।তাছার সপ্তাহে পাঁচ দিন করে টানা দুই মাস ব্যবহার করলে দাগ দূর হওয়ার পাশাপাশি আপনার ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ। চলুন তবে জেনে নেয়া যাক সেই জাদুকরী ফেসপ্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি-