সুমাইয়া নামের পরিটি নেই, দেলোয়াররা দারুণ আছেন

প্রথম আলো প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ১৮:০৪

২০১২ সালের নভেম্বরে সাভারের তাজরীন ফ্যাশনসের আগুনে পুড়ে আহত হয় সুমাইয়া। সোয়া একটা বছর অসহ্য যন্ত্রণায় ভুগে মারা যায় ২০১৪ সালের মার্চে। আগুনে পোড়া আহতের সঙ্গে নিহতের তফাতটা শুধু এখানেই; মৃতের যন্ত্রণার অবসান হয়, আহত ব্যক্তিরা ভুগতে থাকে অনেক দিন, কেউ কেউ সারাটা জীবনই কষ্টের দহনে পুড়তে থাকে; কেউ কেউ সুমাইয়ার মতো দীর্ঘ মৃত্যু যন্ত্রণার সুড়ঙ্গে কাতরাতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও