জনসমাগমস্থলে ৮২% নারী যৌন হয়রানির শিকার

প্রথম আলো প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ১০:৩৩

দেশের রাস্তাঘাট, গণপরিবহন, বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ বিভিন্ন জনসমাগমস্থলে ৮১ দশমিক ৬ শতাংশ নারী যৌন হয়রানি ও সহিংসতার শিকার হন। তবে এসব ঘটনায় মামলা হচ্ছে ৩ শতাংশের কম (২.৯%)। একটি বেসরকারি সংস্থার জরিপে এ চিত্র পাওয়া গেছে। তবে এ জরিপ অনুসারে নারীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটছে পারিবারিক বলয়ে, ৮৬ দশমিক ৮ শতাংশ।


জরিপে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চ্যালেঞ্জিং ফিয়ার অব ভায়োলেন্স’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানি–নিপীড়নের শিকার নারীদের অনেকে মানসিক অবসাদে ভোগেন, আত্মবিশ্বাস কমে যায়। ভীত হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন, লেখাপড়ায় মনোযোগ হারান। এমনকি পরীক্ষায় অকৃতকার্যও হন কেউ কেউ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও