কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাঁদা আদায় বন্ধের দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ঢাকা টাইমস সিলেট মেট্রোপলিটন প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ১৬:৩৫

পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ছাতক পৌরসভার নামে ট্রাক প্রতি ৪৫০ টাকা চাঁদা আদায় বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে সবধরনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট। সিলেট বিভাগীয় এই কমিটির ডাকা ধর্মঘট আগামীকাল ভোর ৬টা থেকে শুরু হয়ে চলবে অনির্দিষ্টকাল। রবিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার এ তথ্য নিশ্চিত করেন।


ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার বলেন, আগামীকাল সকাল থেকে শুরু করে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধ রাখা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। আবু সরকার বলেন, ‘৫ দফা দাবি আদায়ের দাবিতে সিলেটে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ২১ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে স্মারকলিপি দিয়েছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও