কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি দেখছেন পর্যটকরা
প্রতি বছরের মতো এবারও পঞ্চগড়ের উত্তরাকাশে জেগে উঠেছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরজুড়ে তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। এছাড়া শীতের আমেজ উপভোগ করতে বছরের এ সময়ে দেশের বিভিন্ন এলাকার পর্যটকরা ছুটে আসেন জেলাটিতে।
জেলার বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও তেঁতুলিয়ার ডাকবাংলো এলাকার মহানন্দা নদীর পাড় থেকে বেশ কাছাকাছি ভেসে ওঠে পর্যটকদের চোখে। কুয়াশা আর মেঘের কারণে কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি কম দেখেছেন পর্যটকরা। আকাশ পরিষ্কার থাকলে দিনভর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে বিকেলের পর এবং ভোরের আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতিটাই আলাদা।