রাষ্ট্রপতি সংসদে স্মারক বক্তৃতা দেবেন ২৪ নভেম্বর

ঢাকা পোষ্ট জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ১৪:৪০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় সংসদে বিশেষ আলোচনা হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। আলোচনার শুরুর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে স্মারক বক্তৃতা দেবেন। পরে সাধারণ প্রস্তাব উত্থাপন ও আলোচনা হবে। দুই দিনব্যাপী এ আলোচনা শেষে সেই প্রস্তাব গ্রহণ করা হবে।


বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংসদ অধিবেশনের বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সাল আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদায় সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি বছরব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও