উন্নতির গৌরবগাথাগুলো অন্তঃসারশূন্য
করোনা মহামারীর আগমন ও বিশ্বব্যাপী বিস্তারÑ এ এক আশ্চর্য যুদ্ধ, যেখানে যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তেই আক্রান্তপক্ষ আত্মসমর্পণ করেছে। কেবল তা নয়, আতঙ্কিত ও ছিন্নভিন্ন অবস্থায় তারা ছুটে গিয়ে আপন আপন গুহার ভেতরে ঢুকে পড়েছে। জয় হয়েছে করোনার। এক সময় অবশ্য তার পরাভব ঘটবে। টিকা ও চিকিৎসার ব্যবস্থা স্বস্তিদায়ক হলেও ইতোমধ্যে সম্ভব হয়েছে। কিন্তু যে ক্ষতি সে করে গেল, তার কি পূরণ ঘটবে? বিশ্ব অর্থনীতি বিধ্বস্ত, মানুষ্যত্ব পরাজিত ও ক্ষতবিক্ষত। ক্ষতি আগের দুটি বিশ্বযুদ্ধও করেছে। প্রথমটির পরে মহামন্দা দেখা দিয়েছিল, দ্বিতীয়টির পরে অবিশ্বাস্য সব অনাচার ঘটেছে। যুদ্ধের সময়ে আমাদের এই বাংলায় যে মহামন্বন্তর ঘটেছিল, প্রাণ হারিয়েছে কমপক্ষে ত্রিশ লাখ মানুষ। তাতে গণতন্ত্রের ইঙ্গিত নিরাপত্তা বৃদ্ধি পায়নি। ফ্যাসিবাদ যে নিপাত যাবে, তাও ঘটেনি। উল্টো বরং ফ্যাসিবাদী প্রবণতা সর্বত্রগামী হয়েছে।