কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৬৯ বসন্তে কিংবদন্তি রুনা লায়লা

ঢাকা টাইমস প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ০৮:২১

রুনা লায়লা বাংলাদেশের একজন খ্যাতনামা গায়িকা। বাংলাদেশে তিনি চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। তবে গজল গায়িকা হিসাবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তাঁর সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দী, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, ইতালীয় ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন।


তাঁর ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটি পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয়। জীবন্ত এই কিংবদন্তি গায়িকার আজ জন্মদিন। ১৯৫২ সালের ১৭ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। জীবনের ৬৮টি বসন্ত পেরিয়ে আজ ৬৯ বছরে পা দিলেন তিনি। ঘরোয়া আয়োজনে স্বামী আলমগীর, মেয়ে তানি লায়লা এবং সৎ মেয়ে গায়িকা আঁখি আলমগীরকে নিয়ে বিশেষ এ দিনটি উদযাপন করবেন গায়িকা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও