![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252F589b2570-60b6-4cae-a980-449037a2fde8%252FFEUi7WHWUA0JwgK.jpg%3Frect%3D0%252C0%252C2048%252C1152%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
ব্রাজিল ৪২, আর্জেন্টিনা ৪১
ব্রাজিলের জন্য ম্যাচটা এক অর্থে প্রতিশোধের। আর্জেন্টিনা গত জুলাইয়ে কোপা আমেরিকা জেতে ব্রাজিলের মাটি থেকে। ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘর থেকে শিরোপা নিয়ে আসে লিওনেল স্কালোনির দল। এরপর ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে গত সেপ্টেম্বরে ব্রাজিলের মাটিতে খেলতে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে কোভিড বিধিমালা ভাঙায় অভিযোগে ম্যাচটি হতে দেয়নি ব্রাজিলের স্বাস্থ্য এজেন্সির কর্তৃপক্ষ।
এবার আর্জেন্টিনার পালা। মানে কাতার বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রতিটি দল তো ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে খেলছে, সে নিয়মে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় আর্জেন্টিনার মাঠে নামছে ব্রাজিল। সান হুয়ানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১ বছর, ২ মাস আগে
সমকাল
| আর্জেন্টিনা
১ বছর, ৬ মাস আগে
১ বছর, ৮ মাস আগে