চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতিতে গবেষণা কেন উপেক্ষিত
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণের পর দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেন। সেখানে একজন জ্যেষ্ঠ সাংবাদিক বাংলাদেশের উচ্চশিক্ষার অগ্রগতির ব্যাপারটি উত্থাপন করেন। তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মশতবর্ষ এ বছর। এ প্রেক্ষাপটে একটি মেগা প্রকল্প হাতে নিয়ে, গবেষণার বরাদ্দ বাড়িয়ে, বিদেশি শিক্ষক ও গবেষক নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালটিকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করার কোনো উদ্যোগ গ্রহণ করা যায় কি না?
এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি সব সময়ই শিক্ষক এবং ছাত্রদের গবেষণা ও প্রকাশনার ব্যাপারে উৎসাহিত করে থাকেন। গবেষণার জন্য প্রাইমিনিস্টার’স এডুকেশন ফান্ড, বঙ্গবন্ধু ট্রাস্ট ফান্ড ও বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ ফান্ডসহ আরও বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দেশে গবেষণার ব্যাপারে বঙ্গবন্ধুও অনেক জোর দিয়েছিলেন এবং নানা ধরনের গবেষণাপ্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। বর্তমানে বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ে অনেক বেশি গবেষণা হওয়া দরকার। ভবিষ্যতে বড় প্রকল্পে বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন তিনি।