নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোসাম্মাত কামরুন্নাহারের বিষয়ে বিচার বিভাগ যে ত্বরিত সিদ্ধান্ত নিয়েছেন, তা নিঃসন্দেহে বিচারালয়ের প্রতি গণমানুষের আস্থা বাড়াবে। ব্যক্তি বিচারক ভুল করতে পারেন; কিন্তু সামগ্রিকভাবে বিচার বিভাগ ভুল করতে পারে না।
ধর্ষণকে সব দেশেই গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই তরুণী ধর্ষণ মামলার রায় দিতে গিয়ে গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মাত কামরুন্নাহার যেসব মন্তব্য করেছেন ও নির্দেশনা দিয়েছেন, তা বিভিন্ন মহলে অনভিপ্রেত ও আইনবহির্ভূত হিসেবে বিবেচিত হয়েছে। উপস্থাপিত সাক্ষ্য ও তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অপরাধের বিচার করে থাকেন।