‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটি লোকও না খেয়ে মারা যায়নি’

ডেইলি স্টার নারায়ণগঞ্জ সদর প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ১৬:২৮

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটি লোকও না খেয়ে মারা যায়নি। এটা শেখ হাসিনার অবদান। বাংলাদেশে না খেয়ে কেউ মারা যাবে না।


আজ রোববার দুপুরে উপজেলার নবীগঞ্জ এলাকায় সিএসডি ক্যাম্পাসে খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে স্টিল রাইস সাইলো এবং প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় এ কথা বলেন খাদ্যমন্ত্রী।


খাদ্যমন্ত্রী বলেন, 'একটি দল বলেছিল করোনায় শেখ হাসিনা ক্ষমতায় আছে ২ লাখ লোক না খেয়ে মারা যাবে। আমি খাদ্যমন্ত্রী হিসেবে চ্যালেঞ্জ করে বলতে পারি, একটি লোকও না খেয়ে মারা যায়নি। এটা শেখ হাসিনার অবদান। বাংলাদেশে না খেয়ে কেউ মারা যাবে না। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। ক্ষুধা ইতোমধ্যে নিরুদ্দেশ হয়েছে। আমরা এখন পুষ্টিতে আছি এবং নিরাপদ খাদ্যে আছি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও