কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এইডা নাকি এমপির বাড়ি!

প্রথম আলো রুমিন ফারহানা প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ১৫:৫৭

শুরু করি একটা মজার অভিজ্ঞতা দিয়ে। ঘরের কাজে সাহায্যের জন্য একজন গৃহকর্মী খুঁজছি শুনে আমার এক পরিচিতা পাঠাল এক মেয়েকে। পাঠানোর আগে আমার বিষয়ে তাকে কী বলেছে ঠিক জানি না, তবে সে আসার ব্যাপারে এতই উৎসাহী যে আমার পরিচিতাকে জানিয়েছিল, বিনা বেতনে হলেও সে আমার বাসায় কাজ করতে চায়। আমি শুনে একটু অবাক হলেও বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবিনি। এমনকি আসার আগে ফোনে যখন আমার ঠিকানা বোঝাচ্ছিলাম, তখনো তার উচ্ছ্বাস আর উৎসাহ দেখে রীতিমতো ভড়কে যাচ্ছিলাম আমি।


মেয়েটি এল, বাড়ি ঘুরে দেখল। লক্ষ্য করলাম তার চেহারার পরিবর্তন। যে উচ্ছ্বাস তার কণ্ঠে আমি আগে দেখেছি, তা গায়েব। আসার দুই ঘণ্টার মধ্যে জানাল, চাকরি করবে না সে, তার ভালো লাগছে না। কাজ শুরু হওয়ার আগেই কী ভালো লাগল না, আমি জানি না। পরে আমার রান্নার মেয়েটি জানাল, নতুন আসা মেয়েটি নাকি তাকে বলেছে, ‘এইডা নাকি এমপির বাড়ি! আমগো বাড়ির চেয়ারম্যানের ঘরও তো এর থিকা অনেক সুন্দর। অনেক দামি দামি জিনিস আছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও