ফাঁকা মাঠেও নির্বাচনী দ্বন্দ্ব!
বাংলাদেশে নির্বাচন মানেই উৎসব। তবে এই বাক্যটি সঠিকভাবে লিখতে হলে হবে- বাংলাদেশে নির্বাচন মানেই উৎসব ছিল। আসলেই বাংলাদেশে নির্বাচন, নির্বাচনী উৎসব- এসব এখন অতীতকাল; বলা ভালো সুদূর অতীতকাল। গত এক যুগে নির্বাচনী যুগটাই পাল্টে গেছে।
নির্বাচনের আমেজ, উৎসবমুখর পরিবেশ ইত্যাদি না থাকলেও টিকে থাকা নির্বাচনী ব্যবস্থার কঙ্কালে নির্বাচনী সহিংসতাটাই শুধু টিকে আছে। নির্বাচনী ব্যবস্থার নির্বাসনে যাওয়াটা আমাকে খুব পীড়িত করে, বেদনার্ত করে।