পরিবহননেতা-মালিকদের কেন এই ‘উপহার’?

প্রথম আলো রাফসান গালিব প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০৮:৪১

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সবাই যখন ক্ষুব্ধ, বিমর্ষ এবং নানা সমালোচনায় মুখর, তেমন মুহূর্তে এমন এক ‘গেম’-এ জনগণ কুপোকাত, যার হিসাব বুঝতেই এখনো তালগোল পাকিয়ে যাচ্ছে অনেকের। সরকার রাতারাতি ডিজেল ও কেরোসিন তেলের দাম ২৩ শতাংশ বাড়িয়ে ফেলল। সেটাকে ঢাল করে পরিবহননেতা–মালিকেরা তিন দিনের অঘোষিত ধর্মঘটে বাসভাড়াও বাড়িয়ে নিল ২৭–২৮ শতাংশ। এর ফলে দুই পক্ষই ‘উইন-উইন’ থাকল। আর দর্শক হিসেবে হতবুদ্ধ হয়ে থাকল জনগণ।


এমন গেমকে ‘পাতানো খেলা’ বলে আখ্যায়িত করাই যায়। বিএনপিও তেমনটি মন্তব্য করেছে। তবে খেলা শেষে। বিষয়টা বুঝতে তাদের দেরি হয়ে গেছে বলতে গেলে। পরিবহনমালিকদের ‘স্নেহ-উপহার এনে দিতে চাই, কী যে দেব তাই ভাবনা’–ই করছিল সরকার। এর জন্য একটা যথাযথ ‘চাল’ দরকার ছিল, মূলত সেটিই দেখলাম আমরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও