কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংসদীয় কমিটির সুপারিশে শিল্পকলার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ১৭:১৩

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের নিয়মবহির্ভূত কার্যক্রমসহ পাঁচটি ইস্যুতে তদন্ত শুরু করছে মন্ত্রণালয়। তদন্তের জন্য একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে শিল্পকলা একাডেমির ডিজির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের সুপারিশ করে পরবর্তী বৈঠকে প্রতিবেদন দিতে বলে সংসদীয় কমিটি। তবে এরই মধ্যে ৩১ অক্টোবর কমিটি আরেকটি বৈঠক করলেও সেখানে কোনও প্রতিবেদন দেয়নি মন্ত্রণালয়। সর্বশেষ ৪ নভেম্বর মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও