নূর হোসেন : আমাদের হারিয়ে যাওয়া আত্মার প্রতিশব্দ
বাংলাদেশে গণতন্ত্র শব্দটিকে কোনো প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে বলা হলে, আমি নিশ্চিত বেশিরভাগ মানুষ উদল গায়ে ২৫/২৬ বছরের এক যুবকের কথা বলবে। যার বুকে এবং পিঠে সাদা রঙে লেখা—‘স্বৈরাচার নিপাত যাক; গণতন্ত্র মুক্তি পাক।’
যুবকের নাম নূর হোসেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর আলোকচিত্রী পাভেল রহমানের ক্যামেরায় এভাবেই সে ধরা দিয়েছিল। এর কিছুক্ষণ পরেই পুলিশের গুলিতে সে নিহত হয়। পরের দিন ইত্তেফাকের পাতায় এই ছবিটি ছাপা হলে নূর হোসেন সারা বাংলার অবরুদ্ধ আত্মার প্রতীক হয়ে দাঁড়ায়।