১০ নভেম্বর ১৯৮৭। এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে শরিক হয়েছিলেন এক মেহনতি যুবক নূর হোসেন। বাবা অটোরিকশাচালক। নিজেও বাবাকে সাহায্য করতেন। কিন্তু বাবা ও বড় ভাইয়ের আপত্তি অগ্রাহ্য করে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাড়া দিতে পিছপা হননি। খালি গায়ে বুকে-পিঠে মিছিলের রণ-হুংকার গণতন্ত্রকে মুক্তি দিতে স্বৈরাচারকে পথ ছেড়ে দিতে হবে। নিপাত ঘটাতে হবে স্বৈরাচারের।আর তাই স্বৈরাচারের পুলিশবাহিনী তাঁর বুক লক্ষ্য করে সরাসরি বুলেট
You have reached your daily news limit
Please log in to continue
গণতন্ত্র মুক্তির আকাঙ্ক্ষা এখনো অধরা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন