গুগল অ্যাকাউন্টের নিরাপত্তায় টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু
ঢাকা টাইমস
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ১২:০২
গুগলের অ্যাকাউন্ট আগের থেকে সুরক্ষিত হলো। পাসওয়ার্ডের মাধ্যমে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা ছাড়াও দ্বিতীয় আর একবার যদি টু-স্টেপ বা টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের দ্বারা সাইন ইন করা যায়, তাহলে গুগল অ্যাকাউন্ট কোনও ভাবেই হ্যাক করতে পারবে না হ্যাকাররা।
মঙ্গলবার থেকেই স্বয়ংক্রিয় ভাবে লাইভ হয়ে যাচ্ছে গুগলের টু-ফ্যাক্টর অথেন্টিকেশন। চলতি বছরের শুরুতেই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার ঘোষণা করেছিল এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রায় দেড় কোটি গুগল অ্যাকাউন্টে চালু হয়ে গেল টু-ফ্যাক্টর অথেন্টিকেশন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল অ্যাকাউন্ট
- নিরাপত্তা