বদলে যাওয়া রাজনীতির ‘ডিজিটাল মাঠ’
জগতে একমাত্র পরিবর্তনই স্থির। প্রতিনিয়ত বদলে যাচ্ছে সবকিছু। কোথাও পরিবর্তনটা দ্রুত, তাই নজরে আসে তাড়াতাড়ি। কোথাও পরিবর্তনটা ধীর, অলক্ষ্যেই ঘটে চলে। দ্রুত হোক কিংবা ধীর, পরিবর্তন কিন্তু চলছেই। বদলায় মানুষ, বদলায় সমাজ-রাষ্ট্র, সেই সঙ্গে বদলে যায় রাজনীতির ধরন। আর তাই গতকাল রাজনীতির যে রূপ ছিল চিরচেনা, অনেকেই ভাবতাম এর পরিবর্তন বুঝি অসম্ভব। সবকিছু বদলের ধাক্কায় একদিন দেখা যায়, রাজনীতির সেই চিরচেনা ধরনটাও পাল্টে গেছে আমূল।
এই যেমন কয়েক বছর আগেও কি কেউ কল্পনা করতে পারত বাঘা বাঘা সব রাজনীতিবিদকে বাদ দিয়ে এই উপমহাদেশে নির্বাচনী কৌশল ঠিক করবেন একজন ৩৪ বছরের (বর্তমানে ৪৪) ঝকঝকে তরুণ, যাঁর সঙ্গে দলীয় রাজনীতির তেমন কোনো সম্পর্কই নেই? হ্যাঁ, আমি বলছি ভারতের প্রশান্ত কিশোরের কথা।