![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F11%2F06%2F86f6681dd06c7c0075e0a8a97c332d13-61868cce316ec.jpg%3Fjadewits_media_id%3D757910)
ইসলামের বিপক্ষে কোনও কথা বলিনি: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, আমি ইসলামের বিরুদ্ধে যায় এমন ধরনের কোনও কথা বলিনি। আমি এসব কথা বলতে পারি না। তিনি বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদার মুসলমান। তিনি অসংখ্য মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন। কিন্তু অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেননি।
শনিবার (০৬ নভেম্বর) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ওলামায়েকেরাম ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।