চেয়ারম্যান পদে ছেলের প্রতিদ্বন্দ্বী মা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মা ও ছেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছেলে জুলফিকার হাসান শাওন আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বিহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার মা খালেদা আক্তার ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী।
মা-ছেলে কেন প্রার্থী হলেন, নির্বাচনে কে জিতবে, কে হারবে এ নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে। তবে ছেলেকে সহায়তার জন্যই মা প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।