‘অন্যায়ের বিচার না হলে, সেই কলঙ্ক জাতির গায়েও লাগে’
অন্যায়ের বিচার না হলে, সেই কলঙ্ক জাতির গায়েও লাগে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। আজ শনিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটারমোড়ে স্থানীয় সাঁওতাল-বাঙালিদের এক শোক র্যালি ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সুলতানা কামাল বলেন, '২০১৬ সালের এই দিনে ৩ জন সাঁওতাল ভাইকে হত্যা করা হয়েছে। অথচ তার ন্যায়বিচার সাঁওতালরা আজও পায়নি। হত্যাকারীরা চিহ্নিত হলেও এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়নি। হত্যার ৫ বছর পূর্ণ হলেও বিচারকাজ সামনে আগাচ্ছে না।'
- ট্যাগ:
- বাংলাদেশ
- ন্যায় বিচার
- শোক র্যালি
- সাঁওতাল
- কলঙ্কিত