![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632558382405.jpg&path=/uploads/news/2021/Nov/06/1636194381422.jpg&width=600&height=315&top=271)
সদরঘাট থেকে সরিয়ে নেয়া হচ্ছে লঞ্চ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যাত্রীবাহী নৌযানের (লঞ্চ) খরচ বৃদ্ধি পাওয়ায় নৌযান চালানো থেকে বিরত থাকছেন নৌযান মালিকরা। নৌযান মালিক সমিতিরি ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যাত্রীবাহী নৌযান পরিচালনায় প্রতি ট্রিপে অতিরিক্তে ১.৫ লাখ টাকা অতিরিক্ত লাগছে। এ কারণে এখন নৌযান মালিকরা এখন তাদের নৌযান চালাতে চাচ্ছেন না। একারণে সদরঘাট থেকে তাদের নৌযান সরিয়ে নেয়া হচ্ছে।