![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Ffeature%2Fimages%2Fsadarghat_launch_terminal-2.jpg%3Fitok%3DYqkMXCos%26timestamp%3D1624286642)
বাস-ট্রাকের পর আজ থেকে শুরু লঞ্চ ধর্মঘট
ডেইলি স্টার
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২১, ১৫:২৩
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন লঞ্চ মালিকরা। কোনো সংগঠন ধর্মঘটের বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা না দিলেও মালিকরা ইতোমধ্যেই টার্মিনাল থেকে অন্যত্র সরিয়ে নিচ্ছে তাদের লঞ্চ।
দাম কমানো না হয় ভাড়া বাড়ানোর দাবিতে সড়ক পরিবহন সমিতিগুলো গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করার একদিন পর লঞ্চ মালিকরাও এমনই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন (যাত্রী পরিবহন) অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ধর্মঘটের ডাক দিচ্ছি না। কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মালিকরা লঞ্চ চালাতে পারছেন না। তাই তারা লঞ্চ বন্ধ রেখেছেন।'