দাম বাড়ার আগেই তেল মজুদ করেছে বিদ্যুৎকেন্দ্র, ফিলিং স্টেশন ও ডিলাররা
ডেইলি স্টার
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২১, ১৫:১৫
ডিজেল, কেরোসিন এবং ফার্নেস অয়েলের দাম বাড়ার আগেই একটি অসাধু চক্র বাংলাদেশে পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিভিন্ন বিপণন কোম্পানি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উত্তোলন করেছে। একদিনের ব্যবধানে প্রায় ২ হাজার টন ডিজেল বেশি বিক্রি হয়েছে গত বুধবার।
ডিজেল, কেরোসিন এবং ফার্নেস অয়েলের দাম বাড়ার সংবাদ আগে থেকেই পেয়ে মজুদ বাড়িয়েছে ফিলিং স্টেশন এবং ডিলাররা। পিছিয়ে নেই বিদ্যুৎ কেন্দ্রগুলোও। তারাও দাম বাড়ছে আঁচ করতে পেরে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করে রেখেছে।
বিপিসি'র কর্মকর্তারা জানান, দেশ বর্তমানে ডিজেল মজুদ আছে ৫ লাখ ২০ হাজার টন। কেরোসিন আছে ২২ হাজার টন। আর ফার্নেস অয়েল মজুদ রয়েছে ৬৬ হাজার টন। এসব জ্বালানি পণ্য দিয়ে ১ মাসেরও বেশি সময় দেশের আভ্যন্তরীণ চাহিদা পূরণ করা সম্ভব।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে