![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252Fbec4c839-8670-4e87-9cb3-ca073c7cace2%252Fshutterstock_1509665324__003_.jpg%3Fw%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-11%252Febc47d93-19bc-4069-a224-7bdcb11cfab3%252Fwatermark_og.png%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
আর্থিক খাতে জালিয়াতি রোধে বাংলাদেশ কি পিছিয়ে পড়েছে?
ঋণ নিয়ে ফেরত না দেওয়াটাই শুধু জালিয়াতি নয়। জামানতের দাম বেশি করে দেখানো কিংবা অনেক দিনের ডরমেন্ট বা বিদেশে থাকা সিনিয়রদের হিসাব থেকে টাকা সরিয়ে ফেলাও জালিয়াতির অন্তর্ভুক্ত। এমনকি প্রযুক্তির সহায়তা নিয়েও অনেক জালিয়াতি হয়েছে বা হচ্ছে।