ইউপি নির্বাচনে ঢাকা-খুলনা বিভাগে সহিংসতার আশঙ্কা
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঢাকা ও খুলনা বিভাগে সহিংসতার আশঙ্কার কথা জানিয়েছেন মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার বর্ণনা করে তারা নির্বাচনে শঙ্কার কথা জানান। এ সময় তারা সহিংসা এড়াতে নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা দেওয়া এবং আচরণ বিধি লঙ্ঘনকারীদের প্রার্থিতা বাতিলের মতো কঠোর শাস্তির প্রস্তাব করেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে আসন্ন দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইউপি ভোট নিয়ে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সঞ্চালনায় সভায় আরও সংযুক্ত ছিলেন— নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।