কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনে এবার শিশুদের জন্য কোভিড টিকা

জাগো নিউজ ২৪ আলিমুল হক প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ১৪:৫৯

খানিকটা দেরিতে হলেও, ছেলে চীনের টিকা-কার্যক্রমের আওতায় এসেছে। এখন নিয়মিত বিরতিতে তাকে বিভিন্ন ধরনের টিকা দিচ্ছে বেইজিংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবশ্যই বিনামূল্যে। গত ২২ অক্টোবর ছিল তার চিকেন পক্সের টিকা নেওয়ার দিন। কিন্তু টিকাকেন্দ্রে যাওয়ার পর নার্স বললেন: ’২৫ অক্টোবর স্কুলে বাচ্চাদের ফ্লুর টিকা দেওয়া হবে। আজ চিকেন পক্সের টিকা নিলে, এ বছর আর ফ্লুর টিকা নেওয়া যাবে না; এ টিকা বছরে নির্দিষ্ট দিনেই দেওয়া হয়, ডেট মিস করলে আর দেওয়া যায় না। আজ টিকা নেওয়ার দরকার নেই। আগে ছেলে ফ্লুর টিকা নিক। ফ্লুর টিকা নেওয়ার ১৪ দিন পর কেন্দ্রে এসে চিকেন পক্সের টিকা নিয়ে যাবে।’


যথাসময়ে টিকাকেন্দ্রের লোকজন স্কুলে এসে বাচ্চাদের টিকা দিল। বাদ গেল না আমার ছেলেও। তবে, এই টিকা দেওয়াটাও বাধ্যতামূলক নয়। যার ইচ্ছা টিকা নেবে, যার ইচ্ছা নেবে না। এর আগে ছেলে কখনই ফ্লুর টিকা নেয়নি। এবার নিল। এখন চিকেন পক্সের টিকার সম্ভাব্য তারিখ ৯ নভেম্বর। দু’তিন দিন দেরিতে গেলেও অবশ্য সমস্যা নেই।



 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও