কৃষি আইন বাতিল চেয়ে মোদি সরকারকে হুঁশিয়ারি
ভারতে তিনটি কৃষি আইন বাতিল করতে নরেন্দ্র মোদি সরকারকে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ টিকায়েত। এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে আন্দোলন ও প্রতিবাদের মাত্রা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার টুইট করে এই হুঁশিয়ারি দেন রাকেশ। টুইটে তিনি লেখেন, কেন্দ্রীয় সরকারের হাতে ২৬ নভেম্বর পর্যন্ত সময় আছে। তারপর ২৭ তারিখ থেকে গ্রাম থেকে ট্রাক্টরে চেপে দিল্লির আশপাশে সীমান্তের প্রতিবাদস্থলে পৌঁছে প্রতিবাদ আরও জোরদার করা হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে