লড়াই এখন আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের?

জাগো নিউজ ২৪ বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ০৯:১৩

দেশে মাঠের রাজনীতিতে উত্তেজনা নেই বছর কয়েক ধরেই। এরমধ্যে গত ২৬ অক্টোবর দেশে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত ‘গণঅধিকার পরিষদ' নামের এই নতুন দলটি দেশের রাজনীতির কোন প্রয়োজন পূরণের জন্য জন্ম দেওয়া হলো তা এখনও পরিষ্কার নয়। দলে আহ্বায়ক হিসেবে আছেন ড. রেজা কিবরিয়া। তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র। কিন্তু রাজনীতিতে অনভিজ্ঞ। কিছুদিন ড. কামাল হোসেনের নাম সর্বস্ব দল গণফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।


গণফোরামে তার সাফল্য হলো মাত্র জনা কয়েক মানুষের এই দলটিতেও বিভক্তি সৃষ্টি করতে পেরেছেন। এখন এসেছেন গণঅধিকার পরিষদে। আর মূল উদ্যোগী নুরুল হক নুরের অভিজ্ঞতা কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করে ডাকসুর ভিপি নির্বাচিত হওয়া। ডাকসুর ভিপি হলেই যে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জিত হয় না, এটা হয়তো নুর বুঝবেন। বাতাস দেওয়ার লোক পাওয়া গেলেও বিপদে পাশে পাওয়ার লোকের সংখ্যা যে কম, এটাও নুর টের পাবেন। রাজনীতি যদি এত সহজ হতো তাহলে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির বৃত্ত বা বলয় ভেঙ্গে আগেই তৃতীয় শক্তির বিকাশ ঘটতো। হাতি ঘোড়া তল পায়নি এখন রেজা-নুরের সাঁতার দেখার পালা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও