কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কংগ্রেসকে ভরসা করতে নারাজ মমতা

বাংলা ট্রিবিউন পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ০৭:৫৩

ইঙ্গিত আগেই ছিল। ভারতজুড়ে বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসের প্রতি আস্থা রাখতে পারছে না তৃণমূল। সোমবার এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া সফরে গিয়ে বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলোকে নিয়ে ভারতজুড়ে ঐক্যবদ্ধ লড়াইয়ে আহ্বান জানানোর পর এদিন তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে।


বেশ কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশের লোকসভা ভোটে ভারতজুড়ে বিজেপি বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন। বিরোধীদলগুলোর ঐক্য নিয়ে তিনি অন্য রাজ্যের একাধিক বিজেপি বিরোধী আঞ্চলিক দলের নেতার সঙ্গে একাধিক বার বৈঠকও করেছেন। কংগ্রেস নয়, এই জোটের নেতৃত্বের রাশ থাকা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এমনটাও বলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকেও। অন্যদিকে, গোয়া সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, তৃণমূল এককভাবে নয়। গোয়ার বিরোধীদলগুলোকে নিয়ে বিজেপি বিরোধী জোট করতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও