ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্যবহৃত হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে
ইউক্রেন রণক্ষেত্রে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। আর এসব ক্ষেপণাস্ত্র আসছে যুক্তরাষ্ট্র থেকে। খোদ মার্কিন কর্মকর্তারাই বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে বেশ কয়েক মাস ধরেই। তাঁরা জানিয়েছেন, মূলত যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া ৩০ কোটি ডলারের সামরিক সহায়তার অংশ হিসেবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো পাঠানো হয়েছে ইউক্রেনে। গত মার্চে মাসে বাইডেন এই সহায়তা প্যাকেজের অনুমোদন দেন।