আফগানিস্তান কি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে
‘ক্ষমতা সাধারণত দুর্নীতিমুখী হয় আর নিরঙ্কুশ ক্ষমতা সবকিছুকেই নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত করে তোলে’—এই প্রাচীন প্রবাদের সত্যতা একাডেমিক গবেষণাতেও পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, মানুষ ক্ষমতাসম্পন্ন অবস্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আচরণে বড় ধরনের পরিবর্তন আসে। তখন রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের লঙ্ঘন তাদের জীবনে প্রাত্যহিক চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।
কাবুল পতনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত তালেবান সরকারের ক্ষেত্রে এই বাস্তবতা দেখা যাচ্ছে। এর জের ধরে তালেবান সরকার একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়ে গেছে বলে মনে হচ্ছে। আইনের শাসনের অনুপস্থিতি, কর্তৃত্ববাদী আচরণ এবং বিরোধীদের ওপর নিপীড়ন গোটা তালেবান সরকারের ভাবমূর্তিকে ভূলুণ্ঠিত করছে।