প্রাকৃতিক ভারসাম্য বিনষ্টের বিষফল করোনা
‘জগতে আনন্দযজ্ঞে’ আমার ৮০ বছর পূর্ণ হলো। সেই শৈশবে দেখেছি চারপাশের প্রকৃতির বিচিত্র সুধাভরা মাধুরী। পরিচিত হয়েছি নানা পেশার মানুষের সঙ্গে। জীবন-জীবিকার কাজে-অকাজে ফন্দিফিকিরে থাকায় সব স্মৃতি ধূলি মলিন হয়ে পড়েছিল। আজ সব স্মৃতি একসঙ্গে লুটোপুটি করছে।