![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnoan-20211030100502.jpg)
আফগানদের জীবন-মৃত্যুর লড়াই কবে থামবে?
খরা, সংঘাত এবং অর্থনৈতিক দৈন্য’র মিলিত প্রভাব ব্যাপকভাবে আফগান জনগণের জীবিকা ও খাদ্যের ওপর প্রভাব বিস্তার করেছে। আফগানিস্তানে প্রতি তিনজনে একজন মানুষ খাদ্যাভাবে ভুগছে বলে ধারণা করছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। ফলে সেখানে বড় ধরনের মানবাধিকার সংকট দেখা দেয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। সেইসাথে দেশটিতে কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তালেবান ক্ষমতায় আশার পর যা বেড়েছে বহুগুণ।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর এক প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের তিন কোটি ৮০ লাখ মানুষের মধ্যে এক কোটি ১৪ লাখ মানুষই খেয়ে না খেয়ে দিন পার করছে। অপুষ্টিতে ভুগছে ২০ লাখেরও বেশি শিশু। দেশটিতে বর্তমান আশ্রয়হীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭০ হাজারেরও বেশিতে, যার প্রায় ৮০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে ডব্লিউএফপি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আরও বলছে, এ বছরের শেষে সেখান থেকে আরও অন্তত পাঁচ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়বেন।