![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/Img?img=img/sitesetup/1_1.png)
অবিলম্বে সংস্কার করতে হবে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে কাশিমপুর হয়ে আশুলিয়া যাওয়ার সড়কের গাজীপুর সিটি করপোরেশন অংশের ১৪ কিলোমিটার সড়কের দশা বাস্তবে বেহাল। গোটা রাস্তায়ই বহু খানাখন্দ। ফলে প্রায় প্রত্যহ এখানে যানবাহন বিকল হয়ে যাচ্ছে। তা ছাড়া বর্ষণে সড়কের ওপর হাঁটুপানি জমে থাকে।