![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252F49ce83f2-5ace-4904-b088-fd3ca10beb74%252FUntitled_2.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
উৎপাদন কমে অর্ধেকে নেমেছে
প্রথম আলো
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ১১:২২
রাজধানীর শেওড়াপাড়া কাঁচাবাজারে গিয়ে ব্রয়লার মুরগির দাম শুনে যেন আকাশ থেকে পড়লেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শামীম খান। তাঁর কাছে দোকানদার রফিক মিয়া প্রতি কেজির দাম চাইলেন ১৯০ টাকা, যা এক মাস আগেও ছিল ১৩০ টাকা। সেই দাম একলাফে ১৯০ টাকায় ওঠার যুক্তি খুঁজে পাচ্ছিলেন না শামীম খান। কারণ, এত অস্বাভাবিক দাম আগে কখনো ব্রয়লার কিনতে হয়নি তাঁকে।
এদিকে বিক্রেতা রফিক মিয়াও বলেন, এক যুগের বেশি সময় ধরে এই কাঁচাবাজারে ব্যবসা করলেও কখনো ব্রয়লার মুরগি এত বেশি দামে বিক্রি করতে হয়নি তাঁকে। ঈদের সময় ব্রয়লারের দাম অন্য সময়ের তুলনায় বাড়লেও তা এত বেশি হয় না।