কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সম্প্রীতির সমাবেশ ও মানুষের প্রত্যাশা

ঢাকা পোষ্ট ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ০৮:৩৭

অষ্টমীর দিন সকালে উৎসবের আনন্দে যে কালিমার ভাটা পড়ল, সেই কালিমার অন্ধকারে গোটা বাংলাদেশ। কুমিল্লা ছাড়িয়ে কালিমার সেই কলঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। রংপুরের জেলে পল্লীতে যখন আগুন জ্বলেছে কিংবা নোয়াখালীর মাটি যখন লাল হয়েছে পূজারির রক্তে, কালিমার সেই কালোর ছিটে এসে পড়েছে আমার গায়েও, পড়েছে আমাদের গায়ে।


কিছু একটা করতেই হবে এই তাগিদ থেকে আর কিছু করতে না পারার প্রচণ্ড হতাশায় ডুবে ভাসার চেষ্টা সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষদা আর আমার। দাদার সাথে এমনি আড্ডা আমার চলে নিত্যই। এসব আড্ডায় রাজার সাথে উজিরও মারি আমরা অনেক। তারপর যার যার ঘর মুখো হই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও