জীবনের একটা দীর্ঘ সময় দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি, যা সাধারণ মানুষের সঙ্গে মিথস্ক্রিয়ার এক অনাবিল সুযোগ এনে দিয়েছে। এসময় উপলব্ধি করি যে, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও সামাজিক বৈষম্যের শিকার জনগোষ্ঠীর জন্য সামান্য কিছু করার মধ্যে সে কী অনাবিল আনন্দ! দুর্যোগকে আমরা যেভাবে সংজ্ঞায়িত করি, তা হলো—‘কোনো কমিউনিটি বা সমাজ যদি প্রাকৃতিক বা মানবসৃষ্ট কোনো আপদের দ্বারা আক্রান্ত হয় এবং ঐ কমিউনিটি যদি তার নিজস্ব সক্ষমতায় সেই আপদের মোকাবিলা করতে না পারার কারণে বাইরের শক্তির (রাষ্ট্রীয় বা অন্যান্য) হস্তক্ষেপের প্রয়োজন হয়, তখন আমরা বলব, সেই কমিউনিটি দুর্যোগাক্রান্ত।’ আর দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীকে দুর্যোগ-ঝুঁকিমুক্ত বা দুর্যোগঝুঁকি হ্রাসকরণে সুপরিকল্পিত ও সুশৃঙ্খল কার্যক্রমকে আমরা বলি দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম।
You have reached your daily news limit
Please log in to continue
দুর্যোগ ও সাম্প্রদায়িকতা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন