সাম্প্রদায়িকতায় নতজানু ‘আমাদের শুক্রবার’
আমরা যারা আশিতে জন্মে নব্বইয়ের দশকে বড় হয়েছি কিংবা নব্বই বা তার পরে জন্মে আজও বড় হচ্ছে যে প্রজন্ম, তাদের শৈশব-কৈশোরের মহামূল্যবান সব স্মৃতি জমা করে রেখেছে একেকটা শুক্রবার। শুক্রবারের বিকল্প কোন বার/দিন/দিবস আমাদের জীবনে আসলে আসেনি।
আমাদের পূর্ব প্রজন্মের নিশ্চয়ই মনে আছে, ব্রিটিশ আমলের ধারাবাহিকতায় পাকিস্তানেও সাপ্তাহিক ছুটির দিন ছিল রোববার। ১৯৭৭ সালে জেনারেল জিয়াউল হক শুক্রবারকে পাকিস্তানের সাপ্তাহিক ছুটির দিন বানান। প্রায় ২০ বছর পরে, ১৯৯৬-৯৭ সালে নেওয়াজ শরিফ ক্ষমতায় গিয়ে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে, দিনটিকে অর্ধেক কার্যদিবসে রূপান্তর করেন। এখন পাকিস্তানে সাপ্তাহিক ছুটি শনি-রোববার।