![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2021October/traffic-jam-20211025150226.jpg)
রাজধানীজুড়ে থেমে থেমে যানজট
গত কয়েক দিন ধরে যানজটে নাকাল রাজধানীবাসী। এরই ধারাবাহিকতায় আজও রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই যানজট দেখে গেছে। যা দুপুর পর্যন্ত চলমান রয়েছে। সকালের মতো তীব্র যানজট দুপুরের না থাকলেও থেমে থেমে গাড়ির চলাচল লক্ষ্য করা গেছে।
তবে রাজধানীর কয়েকটি এলাকায় বিশেষ করে ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর ও পরীবাগ এলাকায় এখনও সকালের মতো যানজট দেখা গেছে। যানজটের কারণে দীর্ঘসময় অপেক্ষা করে বিরক্ত অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ধারাবাহিকতা
- যানজট