টিকার সমতা নিশ্চিত না হলে বিপদ: ডা. মুশতাক হোসেন
দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমছে। কিন্তু সংক্রমণের ঊর্ধ্বগতির শঙ্কা এখনও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। নিম্নমুখী ধারাটা অব্যাহত রাখতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, করোনার এই নিম্নগতিতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। সেই সঙ্গে সমানতালে চালিয়ে যেতে হবে টিকাদান কর্মসূচি।