ক্ষোভের আগুন
ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক ইলিয়াস নিজের মোটরসাইকলটি আগুন দিয়ে জ্বালিয়েছেন। রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনার পর পুলিশ বলেছে, এই মোটরসাইকেল চালকের আগে চার হাজার টাকা জরিমানার দুটি মামলা ছিল। জরিমানার সে টাকা তিনি পরিশোধ করতে পারেননি। এরই মধ্যে মাথায় হেলমেট না থাকায় বৃহস্পতিবার সার্জেন্ট আরও এক হাজার টাকা জরিমানা করলে কিছু দূর গিয়ে তিনি তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এর আগেও গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় নিজের মোটরবাইক আগুন দিয়ে পুড়িয়েছিলেন চালক শওকত আলম সোহেল। সেই ঘটনায় ঢাকার রাস্তায় রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালকরা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। ট্রাফিক পুলিশ কর্তৃক হয়রানির বিরুদ্ধে চালকরা সোচ্চার হয়েছিলেন। সড়ক অবরোধ এবং রাইড শেয়ারিং বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন। ওই ঘটনার পর ট্রাফিক পুলিশের খামখেয়ালিপনা ও উৎকোচ গ্রহণের নানা খবর গণমাধ্যমে উঠে এসেছিল। সেই ঘেটনার রেশ না কাটতেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তিতে মনে হচ্ছে পরিস্থিতি মোটেও বদলায়নি।