
দায়ী ব্যক্তিদের বিচার করুন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটি প্রমাণিত সত্য। এ দেশে হিন্দু-মুসলিমরা প্রতিবেশীরূপে শান্তিতে বসবাস করে। ধর্মীয় সম্প্রদায় দুটি একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে না। একে অপরের ধর্মীয় উৎসব আয়োজন ও পালনকে পরস্পর সম্মানের সাথে দেখে। এই ঐতিহ্য শতাব্দী পুরনো। শুধু হিন্দু মুসলিম নয়; অন্যান্য ধর্মীয় সম্প্রদায়, উপজাতীয় এবং ভিন্ন ভিন্ন গোত্র ও বর্ণের মানুষ এ দেশে সম্প্রীতির সাথে মিলেমিশে বসবাস করে। তবে এ দেশে সংখ্যালঘুর ওপর হামলা নির্যাতন ভীতি প্রদর্শনের ঘটনা একেবারে ঘটে না এমন নয়। এ ধরনের ঘটনার নির্মোহ বিশ্লেষণ করলে দেখা যাবে, একটি ঘটনার জন্যও সম্প্রদায়গত হিসেবে মুসলিমরা দায়ী নয়। এর পেছনে ক্ষমতা প্রতিপত্তি অর্জন ও রাজনীতি দায়ী। নিকট অতীতে হামলার ঘটনাগুলোর একটিরও বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি। যারা ঘটনাগুলো ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি।
- ট্যাগ:
- মতামত
- বিচার দাবি
- সাম্প্রদায়িক হামলা