গুজব-উস্কানিতে বিভ্রান্ত না হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান: পুলিশ
যে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য, গুজব কিংবা উস্কানিতে বিভ্রান্ত বা উত্তেজিত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে দেশের নাগরিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বুধবার পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়।
এতে বলা হয়, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেজন্য সারাদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, পুলিশ টহল জোরদার করা হয় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। কিন্তু, আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও প্রচেষ্টা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে