শক্তিশালী কম্পিউটার চিপ উন্মোচন করল অ্যাপল
কালের কণ্ঠ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ০৯:৩৭
নতুন ‘এম১প্রো’ ও ‘এম১ম্যাক্স’ নামের দুই চিপ উন্মোচন করেছে অ্যাপল। এগুলো নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপে ব্যবহৃত হবে। অ্যাপল বলছে, ৫৭০০ কোটি ট্রানজিস্টর সংবলিত ‘এম১ম্যাক্স’ চিপটি এখন পর্যন্ত তাদের নির্মিত সবচেয়ে শক্তিশালী চিপ। প্রযুক্তিশিল্প নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক মিকাকো কিটাগাওয়া অ্যাপলের নতুন চিপের বিষয়ে বলেন, ‘এগুলোর পারফরম্যান্স বেশ উন্নত।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৪ সপ্তাহ আগে
৯ মাস আগে