কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বের মানুষের স্বাস্থ্যের পক্ষে চীন কি দাঁড়াতে পারবে

প্রথম আলো জিম ও’নিল প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১, ২২:০৫

গত মাসে আমি ব্রিকসভুক্ত দেশগুলোর (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) নেতাদের উদ্দেশে অরণ্যে রোদন করেছিলাম। আমি বলেছিলাম, তাঁরা এমন একটা সমন্বিত নীতি নিতে ব্যর্থ হয়েছেন, যেটা তাঁদের ও বিশ্ব অর্থনীতির জন্য উপকারী হয়। এ লেখায় আমি ব্রিকসের ভূমিকা যাতে বাড়ানো যায়, সে জন্য সুনির্দিষ্ট একটা পরামর্শ দেব।


গত বছর এ সময়ে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাধীন সংস্থা প্যান-ইউরোপিয়ান কমিশনের স্বাস্থ্য ও টেকসই উন্নয়নবিষয়ক কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। ইতালির সাবেক প্রধানমন্ত্রী মারিও মন্টি এর সভাপতি ছিলেন। আমাদের করা চূড়ান্ত প্রতিবেদনটি গত মাসে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটির কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হচ্ছে জি-২০-ভুক্ত দেশগুলোকে নতুন একটা বৈশ্বিক স্বাস্থ্য বোর্ড (জিএইচবি) গঠন করা দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও