![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbish-20211018104844.jpg)
শ্রীপুরে পোশাকশ্রমিক দম্পতির বিষপানে আত্মহত্যা
গাজীপুরের শ্রীপুর থানার জাহিদ কলোনি এলাকার একটি বাসায় এক পোশাকশ্রমিক দম্পতি বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ফিরোজ (২৫) ও মোছা. লিজা আক্তার (২২)। অচেতন অবস্থায় তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।