নানা জটিলতা ও অস্পষ্টতার মধ্যে যেভাবে টিকা পেলেন এক অন্তঃসত্ত্বা নারী
এক টিকাকেন্দ্র থেকে আরেক টিকা কেন্দ্রে—দুই দিনে চারবার ঘুরেও টিকা নিতে ব্যর্থ হন অন্তঃসত্ত্বা এক নারী (২৭)। শেষ পর্যন্ত তৃতীয় দিন অন্তঃসত্ত্বার তথ্য গোপন করে তিনি সহজে টিকা নিতে পেরেছেন।
ওই নারীর ঘটনাটি ধরে খোঁজ করতে গিয়ে জানা গেছে, সরকারি নির্দেশনা প্রচারের অভাবে অন্তঃসত্ত্বা নারীদের কোথায় কীভাবে টিকা নিতে হবে, সে সম্পর্কে এখনো চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীদের স্পষ্ট ধারণা নেই। কোনো কোনো সেবা প্রতিষ্ঠান অন্তঃসত্ত্বা নারীর কাছে সম্মতিপত্র চাইছে, কোনো কোনো প্রতিষ্ঠান শুধু চিকিৎসকের পরামর্শ থাকলেই টিকা দিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান অন্তঃসত্ত্বা নারীদের টিকা না দিয়ে অন্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। অনেক অন্তঃসত্ত্বা নারী জানেন না, মুঠোফোনে বার্তা না এলেও তিনি টিকা দিতে পারবেন। কত অন্তঃসত্ত্বা নারী টিকা নিচ্ছেন, সে ব্যাপারে কেন্দ্রীয়ভাবে কোনো তথ্যও রাখছে না স্বাস্থ্য অধিদপ্তর।